বরুড়া উপজেলায় 01 টি স্থাপিত বিল নার্সারী, 01 টি প্রদর্শনী মৎস্য খামার, 0.৩৩ মেট্রিক টন পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন 05 টি অভিযান পরিচালনা, আয়োজিত মাঠ দিবস/মত বিনিময় সভা/সচেতনতামূলক সভা/ পরামর্শ দিবস/আয়োজিত মৎস্য মেলা/মৎস্যচাষি র্যালি, ০১ টি আয়োজিত সেমিনার/ ওয়ার্কশপ এবং ১২ টি মৎস্য খাদ্য সংক্রান্ত লাইসেন্স প্রদান ও নবায়ন; 01 টি উৎপাদনকারী সংগঠনের দক্ষতা উন্নয়ন/আহরন পরর্বতী পরিচর্যা কেন্দ্র উন্নয়ন/ডির্পো/আড়ত উন্নয়ন, 02টি পরিক্ষিত মৎস্য খাদ্য নমুনা, ২২৫ জন মৎস্যচাষ ব্যবস্থাপনা উন্নয়নে পরিদর্শণ ও পরামর্শ প্রদান; 8০ জন মৎস্যচাষি, মৎস্যজীবী মৎস্য অন্যান্য সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান,এবং এ সকল কার্যক্রমের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে মাছের উৎপাদন 52.55 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণে অবদান রাখা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস